• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইনডোর হকিতে ৯-০ গোলে ফিলিপাইনকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ জুলাই ২০১৯, ১৫:০৪
ইনডোর হকি ফিলিপাইন

ইনডোর এশিয়া কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে ৯-০ গোলে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ।

থাইল্যান্ডের চুনবুরিতে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লাল-সবুজরা। চতুর্থ মিনিটে মইনুল ইসলাম কৌশিকের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এক মিনিট পর আবারো কৌশিকের গোল। ৯ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ম্যাচের ১১ মিনিটে ৪-০ ব্যবধান করেন সেই কৌশিক। ১৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির স্টিক থেকে আসে ৫ম গোল। ২০ মিনিটে মইনুল ইসলাম কৌশিক করেন ৬ষ্ঠ গোল। বিরতি থেকে ফিরে ৩০ মিনিটে আবার কৌশিকের হানা। ৩৩ মিনিটে গোল করেন রাসেল মাহমুদ জিমি। শেষ প্যারাগটিও মারেন কৌশিক। এর মধ্য দিয়ে ডাবল হ্যাটট্রিক করেন কৌশিক।

দুটি গোল করেন রাসেল মাহমুদ জিমি। অপর গোলটি আসে আশরাফুল ইসলামের স্টিক থেকে। এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো বাংলাদেশ। ১৮ জুলাই বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বিশ্ব ইনডোর র‍্যাংকিং-এর ২৯তম দল স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল চীন-ফিলিপাইন-জাপানও
প্রেমের টানে ফিলিপাইনের তরুণী হবিগঞ্জে
ফিলিপাইনে স্বর্ণখনিতে ধস : ৫৪ প্রাণহানি, নিখোঁজ ৬৩
X
Fresh