• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কোচ নিয়োগের বিজ্ঞপ্তি বিসিসিআইয়ের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৯, ২০:২২
IND, WI, rtvonline
ছবি- সংগৃহীত

সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারত। ক্রিকেট পাগল জাতি ব্যপারটা মেনে নিতে পারেনি এখনও। এরইমধ্যে হারের কারণও খুঁজে বের করার চেষ্টা করে ফেলেছে দেশটির গণমাধ্যম। বলা হচ্ছে, প্রধান কোচ রবি শাস্ত্রী, অধিনায়ক বিরাট কোহলি আর রোহিত শর্মার সম্পর্কের ফাটল।

তাই বিশ্বকাপ শেষ হতে না হতেই প্রশ্ন উঠেছে বিরাট কোহলি আর রবি শাস্ত্রীর ভূমিকা নিয়ে।

গুঞ্জন উঠেছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের অধিনায়কের দায়িত্ব দেয়া হতে পারে রোহিত শর্মাকে। শুধু এই সিরিজেই নয়, ওয়ানডে দলের স্থায়ী নেতৃত্বও দেয়া হতে পারে শর্মাকে।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিয়েছে দলের প্রধান কোচ নিয়োগের। কেন না ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই মেয়াদ শেষ হবে রবি শাস্ত্রীসহ সঞ্জয় বাঙ্গার, ভরত অরুণদের।

বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ফিজিও ছাড়াও প্রশাসনিক ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। এর জন্য আবেদন করা যাবে চলতি মাসের ৩০ জুলাই পর্যন্ত।

বিশ্বকাপ থেকে ছিটকে যাবার পর অবশ্য দলের ফিজিও প্যাট্রিক ফারহার্ট ও শঙ্কর বাসু পদত্যাগ করেছেন।

রবী শাস্ত্রী ছাড়া ভরত অরুণ ও ফিল্ডিং কোচ আর শ্রীধরের মেয়াদ বাড়ানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়া পর্যন্ত।

আগামী ৩ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হলে দায়িত্বও শেষ হবে বর্তমান কোচিং স্টাফের। এরপরই নতুন কোচ নিয়োগ দেবে বোর্ড।

এক্ষেত্রে শাস্ত্রী যদি আবার আবেদন করেন তবে এগিয়ে থাকবেন তিনি। যদিও শাস্ত্রীর প্রতি সাবেক-বর্তমান দলের বেশ কয়েকজন খেলোয়াড় খুশি নন।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh