• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

উত্তাপহীন ঢাকা ডার্বি আজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৯, ১০:১৬
বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আবাহনী, মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকা ডার্বিতে আজ (মঙ্গলবার) চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ক্রীড়া চক্রের মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।

সোনালী দিন ফেলে আসা দেশের ফুটবলে প্রিমিয়ার লিগ নিয়মিত মাঠে গড়ালেও নেই সেই আমেজ। আবাহনী – মোহামেডানের ম্যাচেও নেই আগের সেই উত্তেজনা। গ্যালারি ভরে না দর্শকে। তবুও লড়াই হয়; মর্যাদার লড়াই।

প্রিমিয়ার লিগের জামানা শুরু করার পর এখনো পর্যন্ত শিরোপার মুখ দেখেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। এবারের আসরটা যেন আরো দুঃখ নিয়ে এসেছে সাদা-কালো শিবিরের জন্য। কারণ আসরের শেষ ধাপে এসে সম্মান হারানোর ভয়ে মোহামেডান!

এ পর্যন্ত হওয়া ১৯ ম্যাচ থেকে মাত্র ১৭ পয়েন্ট অর্জন করায় টেবিলের নয়ে অবস্থান করছে সাদা-কালোরা। চারটি জয়ের বিপরীতে হেরেছে দশটি। আর পাঁচ ম্যাচে ড্র করেছে ঐতিহ্যবাহী দলটি। রেলিগেশনের শঙ্কা নিয়ে চিরশত্রুদের বিপক্ষে নামতে হচ্ছে মোহামেডানকে।

বিপরীতে ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী। ১৭ জয়ের পাশে মাত্র তিনটি হার আকাশী-নীল শিবিরের। কোনো ড্র নেই।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এ ম্যাচে তাই পরিষ্কার ফেভারিট আবাহনী। বড় ব্যবধানে জয়ই আশা করছে ধানমন্ডির দলটি। বিশেষ করে এক ম্যাচ বেশি খেলেও বসুন্ধরা কিংস থেকে চার পয়েন্ট পিছিয়ে থাকায় শিরোপার আশা কঠিন হয়ে গেছে। তাই চাপ অব্যাহত রাখার আশা আকাশী-নীলদের।

অগ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়
ডিপিএল থেকে ছুটি নিলেন লিটন
এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি
X
Fresh