logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০, ১৭ আশ্বিন ১৪২৭

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের কোচ সুজন

  স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

|  ১৫ জুলাই ২০১৯, ১৮:১৮ | আপডেট : ২১ জুলাই ২০১৯, ১৪:০০
BAN, SL, rtvonline
খালেদ মাহমুদ সুজন
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিদায় দেয়া হলো বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডসকে। দীর্ঘ এক বছর ধরে টাইগারদের দায়িত্বে থাকা রোডসকে বিশ্বকাপের পর আচমকা ছেঁটে ফেলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা বিপাকে পড়লেও নিশ্চিন্ত হাতের কাছে খালেদ মাহমুদ সুজন থাকায়।

তিনি কখনও দলের ম্যানেজার আবার কখনও দলের কোচ। বিশ্বকাপে ছিলেন দলের ম্যানেজার। বিশ্বকাপ থেকে এসে হয়ে গেলেন দলের কোচ।

শ্রীলংকা সফরে বাংলাদেশ খেলবে ৩টি একদিনের ম্যাচ। এই সিরিজে দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন খালেদ মাহমুদ সুজন।

এ ছাড়া আপাতত আর কোনও উপায়ও নাই বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।

এর আগে খালেদ মাহমুদ এই দায়িত্ব নিতে অনাগ্রহী হলেও শেষ পর্যন্ত তিনিই আপদকালীন সমাধান।

এ নিয়ে আকরাম খান গণমাধ্যমকে জানান, শ্রীলঙ্কায় আসন্ন তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে সুজনই থাকছেন। তাছাড়া এই মুহূর্তে বিদেশি কোচ নিয়োগ দেয়াটা সম্ভব না।

আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই কলম্বোর প্রেমাদাসায় শুরু অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচই। সব ম্যাচই হবে দিবারাত্রির।

তার আগে ১৭ জুলাই থেকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে অনুশীলন এবং ২৩ জুলাই দেশ ছাড়বে বাংলাদেশ দল।

এমআর/সি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়