• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানের নতুন অধিনায়ক রশিদ খান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ জুলাই ২০১৯, ১৯:০১
Afg- rtvonline
ছবি- সংগৃহীত

বিশ্বকাপের আগে হুট করেই নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে সরিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল আফগান ক্রিকেট বোর্ড। বোর্ডের এমন সিদ্ধান্তে সরাসরি সমালোচনা করেছিলেন দলের সিনিয়র খেলোয়াড়েরা। এমনও হুমকি দিয়েছিলেন, বিশ্বকাপে না খেলার।

আসগরকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব দেয়া হয় পেসার গুলবাদীন নাইবকে। তার নেতৃত্বে বিশ্বকাপে খেলতে আসে আফগানিস্তান। তাতে চরম ভরাডুবি হয়েছে দলটির। একটা ম্যাচও জিততে পারেনি তারা।

কয়েকটা ম্যাচে জয়ের অবস্থানে গেলেও শেষ মুহূর্তে গিয়ে হেরে যায় গুলবাদীনের দল। তার নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি নিয়ে কম কথা ওঠেনি। উঠেছিল ফিক্সিংয়ের সন্দেহও।

বোর্ড হয়তো এসবে বেঁকে বসেছে গুলবাদীনের উপর। বিশ্বকাপ শেষ করে দল দেশে যেতে না যেতেই পরিবর্তন করে দিল অধিনায়ক।

গত কয়েক বছর ধরেই রশিদ খান রয়েছেন ফর্মের তুঙ্গে। দলকেও এনে দিয়েছেন সাফল্য। সেসব কথা ভেবে তার কাঁধেই ভার তুলে দিল গোটা দলের।

ওয়ানডে, টেস্ট আর টি-টোয়েন্টি সব ফরম্যাটের জন্যই অধিনায়ক করা হয়েছে রশিদ খানকে। তার সহ-অধিনায়ক করা হয়েছে সাবেক অধিনায়ক আসগর আফগানকে।

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh