• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ জুন ২০১৯, ১৯:০০
BAN-ZIM-AFG- rtvonline
ছবি- সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ঢাকায় বসতে যাচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। এমনটাই বলছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দেশটির ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে একটি সূচী প্রকাশ করেছে। যেখানে শুধুই তাদের ম্যাচগুলোর সূচী দেয়া আছে।

এ নিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট ওয়েব সাইট ‘ক্রিকবাজ’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরাতে বলছে, বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজটি সেপ্টেম্বরের ১৪ তারিখে শুরু হয়ে শেষ হবে ২৩ সেপ্টেম্বর। যদিও কোন কোন ভেন্যুতে ম্যাচগুলো হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সূচী অনুযায়ী টুর্নামেন্টের উদ্বোধনী দিনে লড়বে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। পরের দিন ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। ১৮ সেপ্টেম্বর আবারও বাংলাদেশ এবং ২০ সেপ্টেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh