• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গ্লোবাল টি-টোয়েন্টিতে যুবরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০১৯, ১৩:৩৫
ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো ভারতীয় ক্রিকেটার হিসেবে দেশের বাইরের কোনও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নাম লিখিয়েছেন যুবরাজ সিং। যদিও সেটা অবসরের পর। চলতি মাসের ১০ তারিখেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বিশ্বকাপজয়ী এই তারকা অলরাউন্ডার।

বৃহস্পতিবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের জন্য খেলোয়াড় নিলামে যুবরাজকে দলে ভেড়ায় টরেন্টো ন্যাশনালস।যুবরাজ ছাড়াও টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলবেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম এবং ওয়েস্ট ইন্ডিজের কিরন পোলার্ডও।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর যুবরাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে অনুমতি চেয়েছিলেন বিদেশি লিগে খেলতে। ধারণা করা হচ্ছে এই অনুমতি যুবরাজ পাবেন বিসিসিআই’র কাছ থেকে। অনুমতি পেয়েই যান তাহলে যুবরাজই হবেন বিদেশি টি-টোয়েন্টি লিগে প্রথম ভারতীয় ক্রিকেটার।

দেশের ক্রিকেট থেকে অবসরের আগে বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নেয়া নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।