• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আর্চারিতে ইতিহাস গড়লেন রোমান সানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০১৯, ২২:১৪

আর্চারিতে এবার ইতিহাস গড়লেন রোমান সানা। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ পদক জয় করেছেন রোমান।

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত আর্চারির এ মর্যাদাকর আসরে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়েই শেষ চারে জায়গা করে নেন ২৪ বছর বয়সী দেশসেরা আর্চার। কিন্তু ফাইনালে উঠতে না পারলেও তৃতীয় স্থান অর্জনের সুযোগ হাতছাড়া করেননি।

ব্রোঞ্জ জয়ের লড়াইতে পাত্তাই পাননি ইতালির মৌরা নেসপোলি। ৭-১ সেট পয়েন্টে মৌরাকে বিধ্বস্ত করেন রোমান সানা। প্রথম দু্’ সেটে ৪-০তে এগিয়ে যান রোমান। তৃতীয় সেটে ১ পয়েন্ট অর্জন করে মৌরা। চতুর্থ সেটে আবার রোমান সানা ইতালিয়ান আর্চারকে পরাস্ত করলে নিশ্চিত হয় ব্রোঞ্জ পদক।

উল্লেখ্য, আগামী মঙ্গলবার (১৮ জুন) সকালে নেদারল্যান্ডস থেকে দেশে ফিরবেন রোমান সানা ও আর্চারি দলের সদস্যরা।

এজি/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিমান করে জাতীয় দল থেকে রোমান সানার অবসর
এশিয়া কাপ আর্চারিতে দুটি স্বর্ণ হাতছাড়া করলো বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে দুই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ
ইস্টবেঙ্গলের জার্সিতে ইতিহাস গড়লেন সানজিদা
X
Fresh