• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হবে ভারত-উইন্ডিজ ম্যাচ দিয়ে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ জুন ২০১৯, ১৯:০৮

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে জল ঘোলা কম হয়নি। তবে সব ঠিকঠাক হয়ে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগামী ২২ আগস্ট থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াই।

আগামী দুই বছর ধরে চলবে ক্রিকেটের সবচেয়ে রাজকীয় এই ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ। ১২টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অংশ নিবে ৯টি দেশ। বাদ পড়বে জিম্বাবুয়ে ও সবশেষ সংযোজন আয়ারল্যান্ড আর আফগানিস্তান।

চ্যাম্পিয়নশিপ চলাকালীন সময়েও নিজেদের মতো করে টেস্ট সিরিজের আয়োজন করতে পারবে দলগুলো।

টেস্ট চ্যাম্পিয়নশিপ চলাকালীন দুই বছরে পেতে হবে কমপক্ষে ১২০ পয়েন্ট। ২০২১ সালে অনুষ্ঠিত হবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দলের ফাইনাল।

ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দুটি’র প্রথমটি হবে ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভ রিচার্ড ক্রিকেট গ্রাউন্ড ও দ্বিতীয়টি আয়োজন করা হবে ৩০ আগস্ট থেকে স্যাবিনা পার্কে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh