• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হন্ডুরাসের জালে ব্রাজিলের গোলোৎসব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৯, ১০:৪৫

চলতি মাসের শুরুতে কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়াই কোপা আমেরিকা খেলতে হচ্ছে ব্রাজিলকে। গোড়ালির চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

কোপা মিশন শুরুর আগে রোববার রাতে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল তিতের দল। বড় জয় দিয়েই ম্যাচটি জিতে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হন্ডুরাসের বিপক্ষে ৭-০ গোলে জয় পেয়েছে দানি আলভেস নেতৃত্বাধীন দলটি।

স্তাডিও বেইরা-রিওতে ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ষষ্ঠ মিনিটে গোলের সূচনাটা করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস।

১৩ মিনিটে থিয়াগো সিলভা ও ৩৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ফিলিপে কুতিনহো। এর মধ্যে ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সফরকারী খেলোয়াড় কুইতো।

১০ জনের হন্ডুরাসকে দ্বিতীয়ার্ধে আরও চেপে ধরে স্বাগতিকরা। ৪৭ মিনিটে জেসুস পূর্ণ করেন জোড়া গোল।

৫৬ মিনিটে নেরেস ক্যাম্পস, ৬৫ মিনিটে রবার্তো ফিরমিনো ও ৭০ মিনিটে রিচার্লিসনের গোলে বিশাল এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

১৫ জুন থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ মহাযজ্ঞ। উদ্বোধনী দিনে ‘এ’ গ্রুপে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা অভিযান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
জালিয়াতির অভিযোগে ব্রাজিলিয়ান তারকার দুই বছরের নিষেধাজ্ঞা
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
রাতে মাঠে নামছে ব্রাজিল
X
Fresh