• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলতি বছরের শেষে ভারত সফর করবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জুন ২০১৯, ১৪:০৪
ছবি- সংগৃহীত

চলতি বছরের নভেম্বরে ভারত সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার সফরটির সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

এদিন ২০১৯-২০ মৌসুমের ঘরের মাঠের পুরো সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এই সফরে নেই কোনো ওয়ানডে ম্যাচ। ভারতের মাটিতে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে টাইগাররা।

আগামী ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ছোট ফরম্যাটের ক্রিকেট দিয়ে শুরু হবে সিরিজ। পরের দুই ম্যাচ সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ও নাগপুর স্টেডিয়ামে বসবে যথাক্রমে ৭ ও ১০ নভেম্বর।

এদিকে ইন্দোরের হলকার স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৪ নভেম্বর। সাদা-পোশাকে দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে। ম্যাচটি শুরু হবে ২২ নভেম্বর।

বাংলাদেশের আগে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। আর বাংলাদেশের পরে ভারতে যাবে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া। এই সময়ে ভারত ৫ টেস্ট, ৯ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলবে।

২০০১ সালে টেস্ট অভিষেক হলেও ভারতের মাটিতে মাত্র একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৭ সালে হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে সেই ম্যাচে বাংলাদেশকে হারতে হয় ২০৮ রানে।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের লক্ষ্য নিয়ে যা বললেন সাকিব
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
X
Fresh