• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রোজা রেখেই খেলছেন হাশিম আমলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মে ২০১৯, ১৯:৫৫
হাশিম আমলা || ছবি- সংগৃহীত

ইংল্যান্ডে দীর্ঘ ১৮ ঘণ্টা রোজা। তাতেও নির্ভার দক্ষিণ আফ্রিকান ওপেনার হাশিম আমলা। খেলছেন রোজা রেখেই। বৃহস্পতিবার লন্ডনের ওভালে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের দ্বাদশ আসর।

ওভালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি। গোটা ৫০ ওভার ফিল্ডিং করে হাশিম আমলা নেমেছেন ব্যাটিংয়ে।

শেষ পর্যন্ত ৫০ ওভার শেষে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ৩১১ রান

দুদিন আগে সংবাদ সম্মেলনে আমলা বলেছিলেন, রমজানের সময় উপবাস করাটা আসলে মানসিক এবং আধ্যাত্মিক ব্যায়াম। আমি এই মাসের অপেক্ষায় থাকি সারা বছর। রমজান আমার জন্য সেরা একটা মাস।

শুধু ম্যাচেই নয়, রোজা রেখে করেন অনুশীলনও। জানান এই ডান-হাতি ব্যাটসম্যান।

এর আগে ২০১২ সালে এই ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রানের অপরাজিত ইনিংস খেলেন হাশিম আমলা। ওই টেস্ট ম্যাচটিও খেলেছিলেন রোজা রেখেই।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান (অধিনায়ক) জস বাটলার (উইকেট-রক্ষক), বেন স্টোকস, মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট, জোফরা আর্চার ও আদিল রশিদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ

হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডুসেন, জেপি ডুমিনি, অ্যান্ডি ফেহলুকায়ো, ডওয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবদা, লুঙ্গি নিগিদি ও ইমরান তাহির।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh