• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ম্যানইউর হয়ে নেমেই বেকহ্যামের গোল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০১৯, ২০:৫৭
ছবি- সংগৃহীত

লাল জার্সিতে বল নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে লড়ছেন গ্যারি নেভিল, পল স্কোলস, লুইস সাহারা। গোল পোস্টে দাঁড়িয়ে থাকা পিটার স্কেমিচেল বল রুখে দিচ্ছেন। ডাগআউটে রয়েছেন কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। বর্তমান কোচ ওলে গানার সোলসকায়ের দলের হয়ে গোল করেছেন। গোল পেয়েছেন দলটির ইতিহাসের অন্যতম সেরা তারকা ডেভিড বেকহ্যামও। একমাত্র ইংলিশ দল হিসেবে ট্রেবল জয়ের ২০ বছর পূর্তি এভাবেই উদযাপন করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখ একাদশের বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে রেড ডেভিলসরা।

জার্মান দলটির বিপক্ষে ম্যানইউ’র সোলসকায়ের, বেকহ্যাম ছাড়াও একটি করে গোল করেন ডুইট ইয়র্ক, নিকি বাট ও লুইস সাহা।

রোববার ওল্ড ট্যাফোর্ডের ডান প্রান্ত থেকে একের পর এক ক্রস উড়ে আসছিল ডেভিড বেকহ্যামের চিরচেনা ডান পা থেকে।

কুড়ি বছর আগে ইউনাইটেডের সেই ঐতিহাসিক দলটি মাঠে নেমে আবারও জয় করেছেন ভক্তদের মন।

ফার্গুসনের শিষ্যরা ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল। ১৯৯৯ সালের ২৬ মে বার্সেলোনার মাঠে বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইউরোপ সেরার মুকুট উঠেছিল বেকহ্যামদের মাথায়।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষের ভুলে অবিশ্বাস্য হার ম্যানইউর
ব্রেন্টফোর্ডের সঙ্গে কোনোমতে ড্র ম্যান ইউ’র
X
Fresh