• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কোপা দেল রে

মেসি গোল পেলেও শিরোপা বঞ্চিত বার্সা

অনলাইন ডেস্ক
  ২৬ মে ২০১৯, ০৪:০৪
ছবি-টুইটার

একদিন আগে ইউরোপিয়ান গোল্ডেন শু নিজের করে নিয়েছেন লিওনেল মেসি।পুরস্কারটি তুলে নিয়ে জানিয়েছেন, সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হারের তিক্ত অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছে না তার দল। এই ক্ষত নিয়েই ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। অধিনায়ক মেসি গোল পেলেও মরার উপর খাড়ার ঘা'র মতো এবার যোগ হয়েছে আরেকটি হার। স্প্যানিশ নক আউট ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণী ম্যাচে ২-১ এ হারতে হয়েছে বার্সাকে।

রিয়াল বেটিসের মাঠ বেনিতো বিল্লামারিনে শনিবার রাতে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ে কাতালানরা।

ম্যাচের ২১ ও ৩৩ মিনিটে ভেলেন্সিয়ার হয়ে যথাক্রমে কেভিন গেমেরিও ও রদ্রিগো একটি করে গোল তুলে নেন।

ম্যাচে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে থাকে বার্সা। যদিও সফলতা মিলছিল না।

দ্বিতীয়ার্ধের ৭৩তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে সুযোগের সৎ ব্যবহার করেন ব্লাউগ্রানা অধিনায়ক মেসি। এনিয়ে মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৫১তম গোলটি তুলে নেন আর্জেন্টাইন মহাতারকা।

যদিও স্প্যানিশ জায়ান্টদের হয়ে কেউই গোল তুলতে পারেনি। শেষ পর্যন্ত হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয় লা লিগার চ্যাম্পিয়নদের। কোপা দেল রে’র শিরোপা তুলে নেয় ভ্যালেন্সিয়া।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
X
Fresh