• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

‘ভালো ফলাফল বের করতে হলে দায়িত্বটা নিতে হবে পেসারদের’

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মে ২০১৯, ২১:০০

মাত্র ছয় দিন বাকি, এরপরই পর্দা উঠতে যাচ্ছে বিশ্বকাপের দ্বাদশতম আসরের। তার আগে রয়েছে দলগুলোর প্রস্তুতি ম্যাচ। যেখানে বাংলাদেশ খেলবে পাকিস্তান ও ভারতের সঙ্গে। প্রস্তুতি ম্যাচের আগে নিজেদের ঝালাই করে নিতে কার্ডিফে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের অন্যতম পেস বোলার রুবেল হোসেন।

আয়ারল্যান্ড সিরিজের আগে কিছুটা আনফিট ছিলেন রুবেল হোসেন। তবু নিজেকে ফিরে পাবার জন্য এই সিরিজে খেলেছিলেন এই ডান-হাতি পেসার। রুবেল একা নন, সাকিব আল হাসানও চোটের কারণে খেলতে পারেননি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে। বিশ্বকাপের আগে সতীর্থরা কতটা ফিট সেটি জানিয়েছেন তিনি।

‘আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। বোলিং করতেছি, লাস্ট ৪-৫ সেশন ধরে। আমি যতটুকু জানি, সাকিব ভাই ভালো আছেন। উনি শেষ কয়েকদিন ধরে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সবই করতেছে। উনিই বলেছে উনি ভালো আছেন। আমার মনে হয় না, দলে কারও ইনজুরি সমস্যা আছে। আমার যা ছিল এখন আলহামদুলিল্লাহ ভালো।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ দলের জন্য সুবিধা হয়েছে বলে মনে করেন রুবেল হোসেন। ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের উইকেট প্রায় একই বলে মনে করছেন তিনি।

‘এখানকার কন্ডিশন অবশ্যই অনেক কঠিন। তবে আয়ারল্যান্ড আর এখানকার উইকেট প্রায় একই ধরনের। ওখানে একটু ঠাণ্ডা ছিল আর এখানে তেমনটা না। এখানে দেখা যায় অনেক রান হতো। এখানকার কন্ডিশনে ম্যাচ জিততে হলে পেসারদের অবশ্যই ভালো বোলিং করতে হবে। পেস বোলারদের উপর আসলে অনেক কিছুই ডিপেন্ড করে।

রুবেল হোসেন মনে করিয়ে দিলেন, এই বিশ্বকাপে দলের ভালো ফলাফল বের করতে হলে দায়িত্বটা নিতে হবে পেসারদের।

‘আসলে আমাদের পেস বোলারদের দায়িত্বটা অনেক বেশি এখানে। কিভাবে উইকেট নিব, কিভাবে কম রান দিব। আমরা এটা নিয়ে অনেক কাজ করতেছি; কিভাবে ডেথ বোলিং, নতুন বলে ভালো করা যায়। ইনশাআল্লাহ আমার কাছে মনে হয়, ভালো কিছু হবে।’

বিশ্বকাপের মতো এত বড় আসরে সবারই ইচ্ছা থাকে দেশকে ভালো কিছু দেয়া। রুবেল হোসেনেরও আছে তেমনটা ব্যক্তিগত লক্ষ্য।

‘ব্যক্তিগত লক্ষ্য বলতে, আমি চাই ভালো বোলিং করতে এবং ম্যাচ জেতাতে আমার অবদান রাখতে। আমাকে যদি খেলার সুযোগ দেয়, ম্যাচে যদি থাকি তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। যেহেতু এখানে সবাই চাইবে পারফর্ম করতে। আমিও চাই। সোজা কথা, সুযোগের অপেক্ষায় আছি। সবাই এমনটাই চায় কেননা, সারা বিশ্ব এটার দিকে তাকিয়ে থাকে।’

এমআর/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh