• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রথমার্ধে মেসির দুই গোল, টক্বর দিচ্ছে এইবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মে ২০১৯, ২১:১৮

লা লিগায় মৌসুমে নিজেদের শেষ ম্যাচে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। চলতি মৌসুমে আগেই সব ধরনের শিরোপার দৌড় থেকে ছিটকে পড়া দলটি রোববার ২-০ গোলে হেরেছে রিয়াল বেটিসের কাছে। এদিন মাদ্রিদের দলটির চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনাও মাঠে নেমেছে। চলতি মৌসুমের শিরোপা ছিনিয়ে নেয়া দলটির প্রতিপক্ষ এইবার।

বিরতির আগ পর্যন্ত দুই দলই ২-২ গোলে সমতায় রয়েছে। নিজেদের মাঠে ম্যাচের ২০ মিনিটের মাথায় এগিয়ে যায় এইবার। দলটির হয়ে প্রথম গোলটি করেন মার্ক কিউকিউরেলা।

যদিও ৩১ ও ৩২ মিনিটে টানা দুই গোল করে বসেন লিওনেল মেসি। প্রথম গোলটি আসে আতুরো ভিদালের বাড়ানো বল থেকে। দ্বিতীয়টি করতে সহায়তা করেন ইভান রাকিটিচ।

এই নিয়ে চলতি মৌসুমে বার্সা অধিনায়কের গোল সংখ্যা দাঁড়ালো ৩৬টি।

তবে ৪৫তম মিনিটে এইবারের হয়ে দ্বিতীয় গোলটি করে দলকে সমতায় ফেরান পাবলো ডি ব্লাসিস।

এই ম্যাচে ধারাভাষ্য দেয়ার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ক্রীড়া টেলিভিশন চ্যানেল বিইন স্পোর্টসের আমন্ত্রণে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন তিনি।

এর আগে শনিবার রিয়াল ভায়াদোলিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচে স্টুডিওতে ছিলেন লাল-সবুজদের মিডফিল্ডার জামাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে লা লিগার ফেসবুক পেজ।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
চ্যাম্পিয়নস লিগে কঠিন প্রতিপক্ষ পেলো বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
X
Fresh