• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাতে দেশে ফিরছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৯, ১৮:১৯
ত্রিদেশীয় ট্রফি হাতে মাশরাফি বিন মুর্তজা || ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটে অনন্য এক সাফল্য যোগ করে মাশরাফি বিন মুর্তজা ফিরছেন দেশে। হয়তো ট্রফিটাও নিয়ে আসবেন সঙ্গে করে। মাশরাফি একা নন, সঙ্গে ফিরবেন তাসকিন আহমেদ আর এই সিরিজের জন্য নিয়োগ পাওয়া টিম ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু।

এ ছাড়া আয়ারল্যান্ড সিরিজের দলে থাকা ইয়াসির আলী রাব্বি আর ফরহাদ রেজা দেশে ফিরছেন রোববার সকালে।

এদিকে তামিম ইকবাল যাচ্ছেন দুবাইতে। টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ পারিবারিক কাজে যাবেন জ্যামাইকায়।

দলের বাকি সদস্যরা তৈরি হচ্ছেন বিশ্বকাপের দেশে যাওয়ার জন্য।

মাশরাফির ফেরার কথা রয়েছে আজ রাত ১১টায়। থাকবেন ২১ তারিখ পর্যন্ত। এদিনই পরিবারসহ যাওয়ার কথা রয়েছে ইংল্যান্ডে।

এর পরদিন ২২ মে বুধবার আইসিসির আয়োজন থাকবে দশ দলের অধিনায়ক নিয়ে। এখানে উপস্থিত হতেই ফিরতে হবে টাইগার অধিনায়ককে।

এরপর আগামী ২৬ ও ২৮ মে কার্ডিফে যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh