• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশ চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ মে ২০১৯, ০০:৪১
ছবি- সংগৃহীত

সৌম্য সরকার যেভাবে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন মনে হচ্ছিল ম্যাচ অনেক দ্রুতই শেষ হয়ে যাবে। যদিও মাঝ পথেই ফিরতে হয়েছে বাম-হাতি এই ওপেনারকে। ৪১ বলে ৬৬ রানের ইনিংস খেলে সৌম্য বিদায় নেয়ার আগে বাংলাদেশের তখন চালকের আসনে।

মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন ২৫ রানের কার্যকরী জুটি গড়ে ফিরে যান। ২২ বলে ৩৬ রান করেন মুশফিক। অন্যদিকে ১৪ বলে ১৭ রান করে ড্রেসিং রুমের পথ ধরেন মিঠুন।

এবার ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ওয়েস্ট ইন্ডিজের দখলে। তবে ক্লাইমেক্স যে এখনও বাকি ছিল তা বুঝা গেল মোসাদ্দেক হোসেনের ঝড়ো ইনিংস দেখে।

মাত্র ২৪ বলে ৫২ রান তুলে নেন। ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক পূরণ করতে ৫টি ছক্কা আর দুটি চার হাকিয়েছেন। করেছেন কোটি কোটি টাইগার ক্রিকেট প্রেমীদের মন জয়। অবশেষে বাংলাদেশ শিরোপা তুলেছে।