• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টি আইনে বড় লক্ষ্য পেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ১৭ মে ২০১৯, ২২:৪৮
ছবি-সংগৃহীত

খেলা শুরু হয়েছে অবশেষে। প্রায় সাড়ে তিন ঘণ্টার টানা বৃষ্টিতে ভেসে যাওয়ার অবস্থা হয়েছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল ম্যাচটি। শেষ পর্যন্ত সেটি আর হয়নি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।

খেলা শুরু হলেও ৫০ ওভারের খেলা নেমে আসে ২৪ ওভারে। ডাবলিনের মালাহাইডে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সিদ্ধান্ত নেন ফিল্ডিং করার। সিরিজের আগের তিন ম্যাচেও বাংলাদেশ

ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ক্যারিবীয় দুই ওপেনার শাই হোপ আর সুনীল অ্যামব্রিস। এই দুই জনের জুটি ২০ ওভার ১ বলে ১৩১ রান তুলে বৃষ্টি শুরুর আগে।

বৃষ্টি থামার পর এই দুইজনের জুটি টিকে ২২.৪ ওভার পর্যন্ত। শাই হোপকে ৭৪ রানের মাথায় ফেরান মেহেদী মিরাজ। ২৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৫২ রান।

বৃষ্টি আইনে এখন বাংলাদেশের সামনে লক্ষ্য ২১০ রান। এই রান তাড়া করতে বাংলাদেশকে ব্যাটিং করতে হবে ২৪ ওভার।

শেষ পর্যন্ত এই রান টপকাতে না পারলে আরেকবার স্বপ্ন ভঙ্গের হতাশা বয়ে বেড়াতে হবে বাংলাদেশকে। কেন না, এর আগে বাংলাদেশ জিতেনি কোনও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। বাংলাদেশের হয়ে ১ উইকেট নেন মেহেদী মিরাজ।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh