• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

থামলো বৃষ্টি, কমলো ওভার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০১৯, ২১:৫৫

খেলা হবে অবশেষে। প্রায় সাড়ে তিন ঘণ্টার টানা বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল ম্যাচটি। শেষ পর্যন্ত বৃষ্টি আর বাধ সাধতে পারেনি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।

৫০ ওভারের খেলা নেমে আসল ২৪ ওভারে। এক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করেছে ২০ ওভার ১ বল, কোনও উইকেট না হারিয়ে রান করেছে ১২১। স্থানীয় সময় বিকেল ৫ টা ৩০ মিনিটে (১০টা ৩০ মিনিট, বাংলাদেশ) পুনরায় শুরু হবে ম্যাচ।

এই ম্যাচটা যে বাংলাদেশের জন্য না পাওয়ার অনেক কিছু পাওয়ার ম্যাচ। এখন পর্যন্ত বাংলাদেশ জিততে পারেনি কোনও ত্রিদেশীয় সিরিজ। তাই আক্ষেপ ঘোছানোর জন্য এই ফাইনাল ম্যাচটা বাংলাদেশের জন্য সেরা সুযোগ।

ডাবলিনের মালাহাইডে টস জিতে বাংলাদেশ অধিনায়ক সিদ্ধান্ত নেন ফিল্ডিং করার। সিরিজের আগের তিন ম্যাচেও বাংলাদেশ রান তাড়া করে জয় পায়। তারই ধারাবাহিকতা হয়তো ধরে রাখার চেষ্টা আজ।

বোলিং করতে নেমে ক্যারিবীয় দুই ওপেনার শাই হোপ আর সুনীল অ্যামব্রিসের ব্যাটে টাইগার বোলারদের পড়তে হয় চাপের মুখে। ২০ ওভার ১ বলেই তুলে নেয় ১৩১ রান।

শাই হোপ অপরাজিত আছেন ৬৮ আর অ্যামব্রিস আছে ৫৯ রানে।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh