• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শিরোপার পথে প্রথম বাধা বৃষ্টি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০১৯, ১৪:৩৩
মালাহাইড ক্রিকেট ক্লাবের মাঠ দ্য ভিলেজ || ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পৌনে চারটায় শুরু হচ্ছে ম্যাচটি। ছয়বার ফাইনালে গিয়েও শিরোপা জিততে পারেনি টাইগাররা। ক্যারিবীয়দের বিপক্ষের এই ম্যাচ দিয়েই রয়েছে আক্ষেপ ঘোচানোর সুযোগ। যদিও ম্যাচের আগে সবচেয়ে বড় বাধাটি হচ্ছে বৃষ্টি।

ডাবলিনের আকাশ সকাল থেকেই মেঘলা। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিট) শুরু হবার কথা রয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল।

অনলাইনে আবহাওয়ার আপডেট জানায় এমন প্রতিষ্ঠান অ্যাকুওয়েদার জানাচ্ছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ম্যাচ শুরু হওয়ার দেড় থেকে পৌনে দুই ঘণ্টার মাথায় বৃষ্টি হতে পারে।

অ্যাকুওয়েদার আরও জানায়, স্থানীয় সময় বিকেল তিনটায়ও (বাংলাদেশ সময় রাত ৮টায়) হতে পারে বৃষ্টি।

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবের মাঠ দ্য ভিলেজে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রিদেশীয় সিরিজের।

এর আগে গেল ৯ মে সিরিজের তৃতীয় ম্যাচে এই মাঠেই খেলার কথা রয়েছিল স্বাগতিক আয়ারল্যান্ড ও বাংলাদেশের যদিও ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh