• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দৃষ্টি শিরোপায়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০১৯, ১৩:৪১

রয়েছে ছয় ছয়বার তীরে এসে তরী ডুবানোর আক্ষেপ। আবারও সামনে ফাইনাল। এসেছে আক্ষেপ ঘোচানোর সুযোগ। ত্রিদেশীয় সিরিজের শিরোপার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ।

বাংলাদেশ সময় শুক্রবার বিকেল পৌনে চারটায় শুরু হচ্ছে ম্যাচটি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দীর্ঘদিন ফাইনালের ফল নিজেদের পক্ষে না পাওয়াটা এক ধরনের মানসিক বাধা বলে মনে করেন বাংলাদেশ দলপতি।

তার মতে, যতক্ষণ না কোনো ফাইনাল বা ট্রফি জিতছেন না, এ মানসিক বাধা থাকবেই। যতবারই ফাইনাল হারবেন, আরেকটা ফাইনালে উঠে এ চিন্তাটা থাকবেই। এটা যখন কেটে যাবে, তখন খুব স্বাভাবিক, ফাইনাল জেতার তীব্র তাড়না কমে যাবে। সিরিজ আপনি অনেক জিতেছেন। সিরিজ জেতা নিয়ে কঠিন চাপ তাই অনুভব করেন না। একটা ফাইনাল জিতলে দেখবেন সামনে দ্রুত আরও কিছু ফাইনাল জিতে গেছেন।

চলকি সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকের পর পর দুটি ম্যাচে হারানো হয়েছেল। ফাইনালে প্রতিপক্ষকে কেমন চোখে দেখছে টাইগাররা। জবাবে মাশরাফি বললেন, একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ দলে এমন খেলোয়াড় আছে। ম্যাচটা আগের দুটির মতো হবে, এটা আশা করা ঠিক না। ম্যাচটা হয়তো আরও কঠিন হবে। একটা দল দুটি ম্যাচ হারের পর তাদের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি থাকে। মনে হচ্ছে অনেক কঠিন ম্যাচ হবে। আমরাও সেভাবে চেষ্টা করব।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh