logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বয়সভিত্তিক হকি বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৬ মে ২০১৯, ১৭:৪১
চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসরসহ বয়সভিত্তিক এশিয়া কাপ ও বয়সভিত্তিক বিশ্বকাপ আয়োজন করতে চায় বাংলাদেশ হকি ফেডারেশন। এ নিয়ে এশিয়ান হকি ফেডারেশনের প্রধান নির্বাহীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক।

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা তৈয়ব ইকরামের কাছে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের আগ্রহ ব্যক্ত করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ।

বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএইচএফ-এর প্রধান কার্যালয়ে তৈয়ব ইকরামের সাথে বৈঠক করেন মমিনুল হক সাঈদ।

এছাড়া নিরপেক্ষ ভেন্যু হিসাবে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনসহ আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) এর সহযোগিতায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের একাংশে ইনডোর হকি ট্রেনিং গ্রাউন্ড স্থাপনে সহায়তা চাওয়া হয়েছে।

উপরোক্ত বিষয়গুলোকে আলোকপাত করে হকি ফেডারেশনকে সহায়তার আশ্বাস দিয়েছে এশিয়ান হকির সর্বোচ্চ সংস্থা এএইচএফ।

এমআর/

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়