• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ত্রিদেশীয় সিরিজ জয়ের বড় সুযোগ, মানছেন মাশরফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ মে ২০১৯, ১৪:৪৫

আর একটা ম্যাচ বাকি। এই ম্যাচটা জিতলেই বাংলাদেশ জিতবে প্রথমবারের মতো কোনও ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ ক্রিকেটের শুরু থেকে এখন পর্যন্ত কোনও ত্রিদেশীয় সিরিজ জয়ের স্বাদ পাওয়া হয়নি। এবার সেটির আক্ষেপ গুছানোর পালা।

আগামী ১৭ মে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উইন্ডিজদের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে এই সিরিজে কোনও ম্যাচেই হারেনি টাইগাররা। অপরাজিত দল হিসেবেই ফাইনালে জায়গা করে নিয়েছে স্টিভ রোডসের শিষ্যরা।

লিগ পর্বে এক ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও ওয়েস্ট ইন্ডিজকে দুই আর স্বাগতিক আয়ারল্যান্ডকে এক ম্যাচে হারিয়েছে বাংলাদেশ।

জয়ের ধারা অব্যাহত থাকায় টাইগার অধিনায়ক মাশরাফিও আত্মবিশ্বাসী প্রথমবারের মতো ত্রিদেশীয় সিরিজ জয়ের ব্যাপারে।

মাশরাফি বলেন, আমরা জানতাম এখানে ৩০০ রান তাড়া করে জেতা সম্ভব। বোলিংয়ে আবু জায়েদ অসাধারণ করেছে। আমাদের ব্যাটিংটা ভালো হয়েছে, বিশেষ করে তামিম, সৌম্য, লিটন ও সাকিব দুর্দান্ত খেলেছে। আমরা সিরিজের তিন ম্যাচই জিতেছি এবং ফাইনালের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh