• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অপরাজিতই থাকল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ মে ২০১৯, ২৩:১১

পর পর দুই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসাত্মক ব্যাটিং লাইন-আপকে ধ্বংস স্তূপে পরিণত করে দেয়া টাইগারদের বোলিং লাইন-আপকে আজ চোখ রাঙানি ব্যাটিং দেখতে হয়েছে স্বাগতিক আয়ারল্যান্ডের কাছে। এ যেন পচা শামুকে পা কাটার মতো অবস্থা!

ডাবলিনের ক্যাসল পার্কে আজ কেমন জানি দেখা গেল মাশরাফী-সাকিবদের। সাকিবকে একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন আইরিশ ব্যাটাররা। যে কি না গত দুই ম্যাচে সবচেয়ে কম রান দিয়েছিলেন। সেই সাকিব আজ ৯ ওভারে ৬৫ রান, পাননি কোনও উইকেট!

মাশরাফি বিন মুর্তজা দুই ম্যাচে নিয়েছিলেন তিন-তিন করে ৬ উইকেট। আজ তিনিও ছিলেন উইকেট শূন্য।

সাকিব বোলিংয়ে এসেছেন ২০ ওভার পরে। মাশরাফি আসেন ২৯ ওভারের সময়। শুরুটা শুরু হয় নতুনদের হাতেই। এ যেন হাত বদলের ইঙ্গিত। একদিন তো তাদেরই দায়িত্ব নিতে হবে শুরু থেকে। তাই হয়তো এটা প্রস্তুতিরই অংশ।