• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হ্যাজার্ডকে বিদায়ী সংবর্ধনা দিতে চান চেলসি অধিনায়ক

অনলাইন ডেস্ক
  ১৫ মে ২০১৯, ১৫:১৪
এইডেন হ্যাজার্ড ও সিজার আজপিলিকুয়েতা। ছবি- সংগৃহীত

ইউরোপা লিগের ফাইনালে আর্সেনালের মুখোমুখি হচ্ছে চেলসি। আর এই ম্যাচটিতেই চেলসি ক্যারিয়ারের ইতি টানার প্রবল সম্ভাবনা রয়েছে এইডেন হ্যাজার্ডের। স্ট্যামফোর্ড ব্রিজ থেকে রিয়াল মাদ্রিদের যাত্রায় বেলজিয়ান তারকার সিদ্ধান্তকে শতভাগ সমর্থনও করছেন ইংলিশ দলটির অধিনায়ক সিজার আজপিলিকুয়েতা। স্প্যানিশ এই ডিফেন্ডার চান চেলসিও হ্যাজার্ডের সিদ্ধান্তের প্রতি যাতে সম্মান দেখায়।

আগামী ২৯ মে বাকুতে বসছে ইউরোপা লিগের ফাইনালের আসর। ওই ম্যাচে জয় তুলে নিয়েই হ্যাজার্ডকে বিদায়ী সংবর্ধনা জানাতে চান আজপিলিকুয়েতা।

স্কাই স্পোর্টকে তিনি বলেন, হ্যাজার্ড আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে আর আমি প্রায় একই সময় ধরে চেলসির হয়ে খেলছি। আমরা সবাই চাই সে আমাদের সঙ্গে থাকুক। যদিও তার সিদ্ধান্তের প্রতি যথেষ্ট সম্মান দেখানো উচিৎ আমাদের।

তবে আপাতত বাকুতে চেলসিকে ট্রফি তুলে দেয়া ছাড়া আর কিছুই নেই হ্যাজার্ডের মাথায়। এর পর যা হবে তা দেখা যাবে।

নিউ ইংল্যান্ড রেভুলেশন ক্লাবের বিপক্ষে একটি চ্যারিটি ম্যাচে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের বস্টনে অবস্থান করছে চেলসি শিবির। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি।

দলটির অধিনায়কের দাবি, আর্সেনালের বিপক্ষের প্রস্তুতির এই ম্যাচটি কোনো বিপরীত প্রভাবিত ফেলবে না।

আজপিলিকুয়েতা বলেন, আমাদের প্রচণ্ড কষ্ট করতে হবে। এখনও হাতে দুই সপ্তাহের মতো রয়েছে। আশা করি নিজেদের সেরা ফুটবল গার্নারদের বিপক্ষে উপহার দিয়ে শিরোপা জিতে নিতে পারব।

ইউরোপের গণমাধ্যমগুলোর মতে, কয়েকদিনের মধ্যে চেলসি-রিয়াল হ্যাজার্ডের চুক্তির বিষয়টি সামনে নিয়ে আসবে। আর এর মাধ্যমে রিয়াল কোচ জিনেদিন জিদানের সান্নিধ্যে আসার স্বপ্ন পূরণ হবে বেলজিয়ামের অধিনায়ক হ্যাজার্ডের।

২০১২ সালে ফ্রেঞ্চ দল লিলে থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন হ্যাজার্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দ্য ব্লুজদের জার্সিতে ১৬ গোল করেছেন তিনি। পাশাপাশি ১৫টি গোলও করিয়েছেন ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh