• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হুমকির মুখে সাইফউদ্দিনের ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০১৯, ১৮:১৫
মোহাম্মদ সাইফউদ্দিন || ছবি- সংগৃহীত

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু আগে সবগুলো দলই নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। যদিও আগামী ২৩ মে পর্যন্ত দল পরিবর্তনের সুযোগ রয়েছে। বাংলাদেশ নিজেদের চূড়ান্ত ঘোষণার পর সঙ্গে আরও চার জন যোগ করে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যায়। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ১০ ওভারে ১ মেইডেন দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার। যদিও ব্যাক পেইনের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের পঞ্চম ম্যাচে দেখা যায়নি সাইফউদ্দিনকে। তার বদলে অভিষেক হয় আবু জায়েদ রাহীর।

সাইফউদ্দিনের এই ইনজুরি বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। কারণ ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন তিনি। এমনটাই জানাচ্ছে ক্রিকবাজ।

চলতি সিরিজে বেশিরভাগ সময়ই ফিজিও থিহান চন্দ্রমোহনের সঙ্গে কাজ করতে দেখা গেছে সাইফউদ্দিনকে।

বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, কয়েকদিন ধরে কাঁধের ইনজুরিতে ভুগছিলেন সাইফউদ্দিন। তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইনি আমরা। তার জায়গায় আমরা রাহীকে অভিষেক করার সিদ্ধান্ত নিই।