• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দর্শকদের দুয়োধ্বনি শুনলেন মেসিরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০১৯, ১৫:০০
ছবি- সংগৃহীত

৯০ মিনিটে যে কত কিছু বদলে যায় তার প্রমাণ লিভারপুল-বার্সেলোনার ম্যাচটি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এই ম্যাচের পরবর্তী সময়ে এমটা হতে পারে তা স্প্যানিশ দলটি কল্পনাও করতে পারেনি।

মাত্র একটা গোল বদলে দিতে পারত বার্সার ভাগ্য, যা ৯০ মিনিটে করতে ব্যর্থ লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি। প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থাকা লিভারপুল দ্বিতীয় লেগে ৪-৩ গোলে জিতে নেয়া। ফলে গেল মৌসুমের পর ফের ফাইনালে নিশ্চিত করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

গেল সপ্তাহে অ্যানফিল্ডের হতাশার অনেক রাতের ঘুম কেড়ে নিয়েছে বার্সেলোনা সমর্থকদের। স্বপ্নের কাছে পৌঁছেও স্বপ্নকে না ছুঁতে পারার হতাশা যেন তাড়া করে বেড়াচ্ছে ঐতিহাসিক দলটির সমর্থকদের।

আর তাই তো লা লিগার ম্যাচে বার্সার ঘরের মাঠ বার্নাব্যুর এই হালত! স্টেডিয়ামের মোট আসন সংখ্যা ৯৯ হাজার ৩৫৪ জনের। গড় উপস্থিতি ৭৭ হাজার। তবে গেল রোববার গেটাফের বিপক্ষের নিয়ম রক্ষার ম্যাচে মাত্র ৫৭ হাজার ৮৮ জন উপস্থিত ছিলেন।