• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আফ্রিদিকে টপকে ক্যালিসের পেছনে সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৯, ২২:০২
ছবি- সংগৃহীত

একের এক রেকর্ডের খাতায় নাম লিখিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান। দেশ সেরা এই অল-রাউন্ডার ছাড়িয়ে যাচ্ছেন এক সময়ের সেরা খেলোয়াড়দের। আজ যেমনটা ছাড়ালেন পাকিস্তানি সাবেক অল-রাউন্ডার শহীদ আফ্রিদিকে।

অল-রাউন্ডারদের তালিকায় উইকেট শিকারিদের মধ্যে দুই নম্বরের অবস্থানটা নিয়ে নিলেন এই ৩২ বছর বয়সী এই তারকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে ১০ ওভার বোলিং করে নেন মাত্র ১টি উইকেট।

তাতেই উঠে আসেন অল-রাউন্ডারদের মধ্য তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুই নম্বরে। সাকিবের উপরে আছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি জ্যাক ক্যালিস।

ক্যারিবীয় ব্যাটসম্যান ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের উইকেট সংখ্যা হয়ে গেল ৫৪২। সাকিবের পর আফ্রিদির উইকেট সংখ্যা ৫৪১। তবে একটি দিক দিয়ে আফ্রিদির চেয়ে অনেক এগিয়ে সাকিব। এতগুলো উইকেট পেতে আফ্রিদির লেগেছিল ৫২৩ ম্যাচ, আর সাকিবের লাগল মাত্র ৩২৩ ম্যাচ। সামনে ৫৭৭ উইকেট নিয়ে আছেন কিংবদন্তি অল-রাউন্ডার জ্যাক ক্যালিস।