• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সৌম্যর টানা দ্বিতীয় অর্ধশতক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৯, ২১:০৬

ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের দেয়া ২৬২ রানের লক্ষ্য হেসে খেলেই পাড় করে দিয়েছিল টাইগার টপ অর্ডার। ওই ম্যাচে জয়ের ভিত তৈরি করেছিলেন সৌম্য সরকার। তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমে ৬৮ বলে ৭৩ রান করেছিলেন বাম-হাতি এই ব্যাটসম্যান। সিরিজে ফের জেসন হোল্ডার নেতৃত্বাধীন দলটির মুখোমুখি বাংলাদেশ। এদিন টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের নবম অর্ধ শতক তুলে নিয়েছেন সৌম্য।

সোমবার ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবের মাঠ দ্য ভিলেজে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উইন্ডিজরা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে দলটি।

জবাবে আগের ম্যাচের মতোই বুঝে শুনে ব্যাট চালাতে থাকেন তামিম-সৌম্য। দলীয় ৫৪ রানের মাথায় তামিম ফিরে যান। ২৩ বলে ২১ রান করে অ্যাশলে নার্সের বলে বোল্ড হন তিনি।

অন্যপ্রান্তে থাকা সৌম্যের হাত ধরে ধীরে ধীরে কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। ১৯ ওভার পর বাংলাদেশের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৯৫ রান।

৬৫ বলে ৫৩ রান করেছেন সৌম্য। তার সঙ্গে ক্রিজে থাকা সাকিব ৩৩ বল খেলে করেছেন ২৫ রান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শাই হোপ, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, জেসন হোল্ডার-(অধিনায়ক), ফ্যাবিয়েন অ্যালেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও রেমন রেইফার।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আবু জায়েদ রাহী, মুস্তাফিজুর রহমান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh