• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে আটকে গেল ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৯, ১৯:১৯
ছবি- সংগৃহীত

এ যেন ম্যাচ শেষ হবার আগেই জয়ের আভাস। যে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক আয়ারল্যান্ডের দেয়া ৩২৭ রান টপকেও জিততে পারে তাদের কী না ২৪৭ রানেই আটকে দিল সাকিব-মাশরাফিরা।

ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে ডাবলিনের মালাহাইডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্যারিবীয়রা।

ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান মিলে শাই হোপ আর সুনীল অ্যামব্রিস মিলে করেন মাত্র ৩৭ রান। উদ্বোধনী জুটিটা ভাঙেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অ্যামব্রিস করেন মাত্র ২৩ রান। এরপর ডোয়াইন ব্রাভোকে মাত্র ৬ রানে ফেরান মেহেদী মিরাজ। রোস্টন চেজও এদিন হাল ধরতে পারেননি দলের। মুস্তাফিজের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ১৯ রান করে।

জনাথন কার্টার করেন ৬ রান। কার্টারকেও ফেরান কাটার মাস্টার। এরপর লম্বা জুটি গড়েন শাই হোপ আর জেসন হোল্ডার।

হোপ ধীর গতিতে রান তুললেও হোল্ডার রান তুলেন দ্রুত। শেষ পর্যন্ত হোপকে ফেরান মাশরাফি। ১০৮ বলে ৮৭ রান আসে এই উদ্বোধনীর ব্যাট থেকে।

দ্রুত রান তুলতে থাকা হোল্ডারকে দলীয় ২০৭ রানের মাথায় সাজঘরের পথ ধরার সেই মাশরাফিই। হোল্ডার খেলেন ৭৬ বলে ৬২ রানের ইনিংস।

৫০ ওভার শেষ উইন্ডিজদের দলীয় রান হয় ৯ উইকেটে ২৪৭। নিজের অভিষেক ম্যাচে ৯ ওভার বোলিং করলেও কোনও উইকেট পাননি তিনি, দিয়েছেন ৫৬ রান। মাশরাফি নেন ৩ উইকেট। মিরাজ নেন ১টি, সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ ওভারে দেন মাত্র ২৭ রান, নেন ১টি উইকেট।

মুস্তাফিজ আজ গত ম্যাচের মতো খরুচে ছিলেন না। ৯ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh