• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাটকীয়ভাবে চতুর্থবার চ্যাম্পিয়ন মুম্বাই

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ মে ২০১৯, ০৯:৩৪
বিজয়ের পর মুম্বাই ইন্ডিয়ান্সের উল্লাস, ছবি: সংগৃহীত

শেষ ওভারের নাটকীয়তায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থবার চ্যাম্পিয়ন হলো মুম্বাই ইন্ডিয়ান্স। মাত্র ১৪৯ রানের পুঁজি নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স বিজয়ের মুকুট ছিনিয়ে নেবে, তা কেউ স্বপ্নেও কল্পনা করেনি। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় চেন্নাইকে ১ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএল চ্যাম্পিয়নশিপের মুকুট পরলো মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের করা ১৪৯ রানের জবাবে চেন্নাই থেমে যায় ৭ উইকেটে ১৪৮ রানে।

রোববার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ক্যাচ মিসের মহড়া দিতে দিতে ম্যাচটাই হারিয়ে ফেলেছিলো মুম্বাই ইন্ডিয়ান্স। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শেন ওয়াটসনের তিনটি সহজ ক্যাচ মিস করে মুম্বাই।

যদিও শেষ পর্যন্ত ১ রানের অসাধারণ এক জয়ে আইপিএলের মুকুট পরে নিলো মুম্বাই। এবারের আইপিএলে চারবার মুখোমুখি হলো চেন্নাই-মুম্বাই। চারবারই মুম্বাইয়ের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। দু’বার লিগ পর্বে। একবার কোয়ালিফায়ার এবং শেষবার ফাইনালে।

মেগা ফাইনালে টসে হেরেও মুম্বাইকে মাত্র ১৪৯ রানে বেঁধে রাখে চেন্নাই। এই রান করতে ২০ ওভারে ৮ উইকেট হারাতে হয় মুম্বাইকে। বল কররে চেন্নাইয়ের দীপক ছাহার, শার্দুল ঠাকুর, ইমরান তাহির। প্রথম জন তুলে নেন ৩ উইকেট। বাকি দুজনের উইকেট সংখ্যা ২। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ৪১ রান করেন কাইরন পোলার্ড।