• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আইপিএলে কার পকেটে কত টাকা যাচ্ছে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০১৯, ১৯:২৪
ছবি- সংগৃহীত

২০১৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস। রোববার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়েই পর্দা নামছে টি-টোয়েন্টি লিগটির দ্বাদশ আসরের।

কোটি কোটি টাকার এই টুর্নামেন্টের প্রাপ্তিও কম নয়। ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, কোচ, টুর্নামেন্টের সঙ্গে জড়িত সবার পকেটে যাবে মোটা অঙ্ক।

টুর্নামেন্টের প্রাইজ মানি ৫০ কোটি টাকা। প্রাইজ-মানির পঞ্চাশ শতাংশ পায় জয়ী দল। সেই ফর্মুলা মেনেই শিরোপা জয়ীরা পাবে ২৫ কোটি টাকা। রানার্স দলের পকেটে ১২.৫ কোটি টাকা। চ্যাম্পিয়ন ও রানার্স দুই দলেরই প্রাপ্ত আর্থিক পুরস্কারের পঞ্চাশ শতাংশ মালিকরা পান। আর বাকি টাকা ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেয়া হয়ে থাকে।

চ্যাম্পিয়ন ও রানার্স দল ছাড়াও প্লে অফে ওঠা বাকি দুই দলের ক্ষেত্রেও থাকে পুরস্কার। আইপিএলের এবারের আসরে তৃতীয় স্থান পাওয়া দিল্লি ক্যাপিটালস পাচ্ছে ১০.৫ কোটি টাকা। অন্যদিকে চতুর্থ স্থান পাওয়া সানরাইজার্সের অ্যাকাউন্টে জমা পড়বে ৮.৫ কোটি।