• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

আফগানিস্তানকে পাহাড়সম লক্ষ্য দিয়েছে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মে ২০১৯, ২০:১৪
কালাম ম্যাকলিওড ১০০ (৮৯)

দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। আজ শুক্রবার এডিনবার্গে অনুষ্ঠিত হচ্ছে আফগানিস্তান ও স্বাগতিক স্কটল্যান্ডের মধ্য দ্বিতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।

শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটিশরা। ব্যাটিংয়ে নেমে শুরুতে ধীরে ব্যাটিং করেন স্কটিশ ওপেনার ম্যাথু ক্রস ও কাইল কোয়েটজার।

ক্রস ৫৩ বলে ৩২ রান করে ক্যাচ তুলে দেন গুলাবদীন নাইবের বলে মোহাম্মদ শাহাজাদের কাছে। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে কালাম ম্যাকলিওড এসে জুটি গড়েন কোয়েটজারের সঙ্গে। কোয়েটজার করেন ৯৮ বলে ৭৯ রান। এই ওপেনারও কাটা পড়েন গুলাবদীন নাইবের বলে বোল্ড হয়ে। দলীয় রান তখন ৩১.৫ ওভারে ১৫২ রান।

এরপর বাকি পথটা ম্যাকলিওড পাড়ি দেন বাকিদের নিয়ে। আফগান বোলারদের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৮৯ বলে তুলে নেন শতক। শেষ পর্যন্ত ৪৭.৩ ওভারের মাথায় সাজঘরে ফিরেন এই ব্যাটসম্যান।