• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইউরোপার অল ইংলিশ ফাইনালে চেলসি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ মে ২০১৯, ১২:২৩

ইউরোপের ফুটবলের চলতি মৌসুমে ইংলিশ ক্লাবগুলোর জয়জয়কার চলছে। দুইদিন আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে ইংলিশ ক্লাব লিভারপুল-টটেনহ্যাম। এবার চ্যাম্পিয়নস লিগের মতোই ইউরোপা লিগের ফাইনালকেও ‘অল ইংলিশ’ বানিয়ে ফেললো আর্সেনাল ও চেলসি।

বৃহস্পতিবার ইউরোপায় আর্সেনাল-চেলসির ফাইনাল নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ দুই প্রতিযোগিতায় সব ইংলিশ দল ফাইনাল খেলতে যাচ্ছে।

ইউরোপা কাপে সবশেষ অল ইংলিশ ফাইনাল হয়েছিল ১৯৭১-৭২ মৌসুমে। তখন ফাইনাল অনুষ্ঠিত হয় দুই লেগ মিলে। যেখানে প্রতিপক্ষ ছিল টটেনহ্যাম হটস্পার ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। অপরদিকে চ্যাম্পিয়নস লিগে সবশেষ অল ইংলিশ ফাইনাল হয় ২০০৭-০৮ মৌসুমে। যার চ্যাম্পিয়ন নির্ধারিত হয় টাইব্রেকারের মাধ্যমে। যেখানে প্রতিপক্ষ ছিল চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

২৯ মে ইউরোপার ফাইনালে আজারবাইজানের বাকুতে লড়বে চেলসি-আর্সেনাল। আর ১ জুন মাদ্রিদের ওয়ান্ডা মেট্রোপলিটানোতে পরীক্ষা দিতে নামবে লিভারপুল-টটেনহ্যাম।