• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ম্যাচ পরিত্যক্ত, ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ মে ২০১৯, ১৯:১৬
ছবি-টুইটার

বৃষ্টির কারণে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচটিতে টসও হয়নি। বাংলাদেশ-আয়ারল্যান্ডের এই ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়াররা অবশেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলেন।

ডাবলিনের মালাহাইড ক্রিকেট ক্লাবের মাঠ দ্যা ভিলেযে বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবার কথা ছিল স্থানীয় সময় পৌনে ১১টায় (বাংলাদেশ সময় পৌনে চারটা)। থেমে থেমে বৃষ্টি ঝড়তে থাকে।

কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলে অফিসিয়ালদের পক্ষ থেকে জানানো হয়, পৌনে ১২টায় পরবর্তী মাঠ পরিদর্শন করা হবে। যদিও শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় পরিত্যক্তের ঘোষণাটি আসে। এতে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুই দল পেয়েছে সমান ২টি করে পয়েন্ট।

এতে দুই ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজ দলের মোট পয়েন্ট দাঁড়াল ৫। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৬ রানের জয়ে বোনাস এক পয়েন্ট পায় করে ক্যারিবীয়রা।

অন্যদিকে জেসন হোল্ডারের দলের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে চার পয়েন্ট পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। সব মিলিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান বাংলাদেশের। এ ছাড়া আইরিশদের মোট পয়েন্ট ২।

আগামী শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়াই/এমআর

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh