• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতল বৃষ্টি

অনলাইন ডেস্ক
  ০৯ মে ২০১৯, ১৫:৪১
দ্যা ভিলেজ গ্রাউন্ড || ফাইল ছবি

ডাবলিনে বুধবার দিন ভর বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ম্যাচের আগে ফের বৃষ্টির হানা। তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। রয়েছে ঠাণ্ডা বাতাসও। ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে মাশারাফি বিন মুর্তজার দলের জন্য তাপমাত্রাকেই মূল প্রতিপক্ষ ভাবা হচ্ছিল। যদিও নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় স্টিভ রোডসের শিষ্যরা।

মালাহাইড ক্রিকেট ক্লাবের দ্যা ভিলেজ গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। ম্যাচের আগে আউট ফিল্ড ভেজা থাকায় এদিন টস কিছুটা বিলম্বিত হচ্ছে। এর মাঝেই আবারও বৃষ্টি শুরু হয়।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গাজী টেলিভিশন (জিটিভি) ও মাছরাঙা টিভি।

এছাড়া সনি সিক্স ও সনি সিক্স এইচডিতে সরাসরি ত্রিদেশীয় সিরিজের ম্যাচটি সম্প্রচার করা হচ্ছে।

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশ

উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবার্নি, লর্কান টাকার, কেভিন ও’ব্রায়েন, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, মার্ক আডায়ার জশ লিটল, টিম মারটাঘ, ব্যারি ম্যাককার্থি।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
X
Fresh