• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সৌম্য-তামিমের হাফসেঞ্চুরি ভোগাচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০১৯, ২১:৪৬
ফাইল ছবি

কয়েকদিন আগেই প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বাম-হাতি এই ব্যাটসম্যান। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ দল। মঙ্গলবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মাশরাফি বিন মুর্তজা নেতৃত্বাধীন দলটির বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৬১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা।

ডাবলিনের ক্যাসল পার্কে ২৬২ রান তাড়া করতে নেমে ধীরগতিতে ব্যাট চালাতে থাকে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। অন্যদিকে সৌম্য সরকার নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যান।

শতরানের জুটি গড়ার পাশাপাশি সৌম্য তুলে নেন ক্যারিয়ারের অষ্টম হাফসেঞ্চুরি। অন্যদিকে তামিমও তুলে নেন নিজের ২৮ তম হাফসেঞ্চুরি।

২৫ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে টাইগারদের সংগ্রহ ১৩৯ রান। ৬৫ বলে ৭৩ রান করে ক্রিজে রয়েছেন সৌম্য। অন্যদিকে ৮৫ বলে ৫৫ রান করেছেন তামিম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শেন ডরউইচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, জেসন হোল্ডার-(অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh