• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তামিম-সৌম্যে ধীরগতিতে এগোচ্ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০১৯, ২০:৫৯
তামিম ইকবাল-সৌম্য সরকার || ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টপ অর্ডাররা বেশ ভালই এগুচ্ছিলেন। দুর্দান্ত শুরু করা ক্যারিবীয়রা শেষ পর্যন্ত আটকে যায় বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে।
৫০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২৬১ রান।

মঙ্গলবার ডাবলিনের ক্যাসল পার্কে মাশরাফি বিন মুর্তজা তুলে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান। অন্যদিকে একটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।

জবাবে ধীর গতীতে শুরু করেছেন টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার।

১৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৫ রান। ৪৮ বলে খেলে ২০ রান করেছেন তামিম। অন্যদিকে ৩৫ বলের বিনিময়ে ৩৫ রান করে তুলে নিয়েছেন সৌম্য।