• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

উইকেট খরা কাটালেন সাকিব-মিরাজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০১৯, ১৭:১১
ছবি- সংগৃহীত

১৬.১ ওভারের খেলা শেষ, অথচ উইকেট পড়ার খবর নেই। এই ১৬ ওভারে পাঁচ বোলার এসেছেন বোলিংয়ে। মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান মিরাজ।

সিরিজের প্রথম ম্যাচে শাই হোপ আর জন ক্যাম্পবেলের ৩৬৫ রানের জুটির কথা মনে করিয়ে দিচ্ছিল শাই হোপ আর সুনীল অ্যামব্রিস। কোমরের চোটের কারণে এই ম্যাচে খেলা হচ্ছে না গত ম্যাচে ১৭৯ রান করা ক্যাম্পবেলের।

হোপ-অ্যাম্ব্রিসের ৮৯ রানের জুটি ভাঙ্গলেন মিরাজ। নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলেই ৩৮ রান করা অ্যামব্রিসকে ফেরান ডান-হাতি এই স্পিনার।

এর পরের ওভারেই সাকিব ফিরিয়েছেন ডোয়াইন ব্রাভোকে। ৪ বলে ১ রান করা ব্রাভো ফেরেন মুশফিকের হাতে ক্যাচ দিয়ে।

অপরাজিত আছেন গত ম্যাচে ১৭০ রান করা শাই হোপ। সঙ্গে যোগ দিয়েছেন রোস্টন চেজ।

এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২১ ওভার শেষে ২ উইকেটে ৯৫ রান। হোপ করেছেন ৪৭ রান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ব্যাটসম্যান), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

শেন ডরউইচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, জেসন হোল্ডার-(অধিনায়ক), অ্যাশলে নার্স, কেমার রোচ, শেল্ডন কটরেল ও শ্যানন গ্যাব্রিয়েল।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভয় পাচ্ছেন জোফরা আর্চার!
ম্যাক্সওয়েলের রেকর্ডগড়া সেঞ্চুরিতে সিরিজ জয় অস্ট্রেলিয়ার
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া
প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
X
Fresh