• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

'ওয়েস্ট ইন্ডিজকে হারানোটাই আপাতত লক্ষ্য'

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ মে ২০১৯, ২১:৪৬

দুর্বল দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে সিরিজ শুরু করেছে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে তাতে যেকোনো দলেরই ভয় জাগাটা স্বাভাবিক। রোববার ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয় দুই ওপেনার শাই হোপ আর জন ক্যাম্পবেলের ৩৬৫ রানের ইতিহাস গড়া জুটির কল্যাণে ১৯৬ রানে হারায় আইরিশদের।

অন্যদিকে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের কাছে ৮৮ রানে হেরে যায় বাংলাদেশ। যদিও এই ম্যাচে খেলেননি মাশরাফী মোর্ত্তজা, মুস্তাফিজুর রহমানরা। এই দুইজন না খেললেও যারা খেলেছে তাতে অন্তত এই ম্যাচে হারার কথা না।

প্রস্তুতি ম্যাচ পেছনে ফেলে এবার মূল সিরিজে ফেরা যাক। নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। তার আগে সোমবার টাইগার অধিনায়ক কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান পরিকল্পনার কথা।

অধিনায়কের পরিকল্পনায় আপাতত সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ জিতেই তবে স্থির করতে চান লক্ষ্য।