• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৯, ২৩:০৫
ছবি- ক্রিকইনফো

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলার সৌভাগ্য পাকিস্তানেরই। বিশ্বকাপ শুরুর আগে এর চেয়ে বড় প্রস্তুতি আর কিই বা হতে পারে। একটি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে খেলবে পাকিস্তান। ওয়ানডে সিরিজের আগে একটা টি-টি-টোয়েন্টি ম্যাচও খেলল আজ।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই টম কারানের বলে ৭ রান করে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার ফখর জামান। এরপর পঞ্চম ওভারের পঞ্চম বলে সমান ৭ রান করে ফেরেন ইমাম উল হক।

হতাশায় শুরু পাকিস্তান দলকে টেনে তোলার চেষ্টা করেন বাবর আজম আর হ্যারিস সোহেল। এই দুই জনের ব্যাটে আসে ১০৩ রান।

হ্যারিস সোহেল বরাবর ৫০ রান করে সাজঘরে ফেরেন অভিষিক্ত জোফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে। সোহেল ফিরলেও শেষ পর্যন্ত টিকে থাকেন বাবর আজম।

এরপর আবারও শুরু হয় উইকেট যাওয়া আসার মিছিল। বাবর অপরাজিত থেকে যান ৪২ বলে ৬৫ রানে।

২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৩ রান।

ইংল্যান্ডের হয়ে আর্চার নেন ২ উইকেট ও টি করে উইকেট নেন টম কারান ও ক্রিস জর্ডান।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই উইকেট দিয়ে আসেন বেন ডাকেট। মাত্র ৯ রান করে ক্যাচ দেন ইমাদ ওয়াসিমের বলে।

এরপর জেমস ভিঞ্চ আর জো রুট মিলে করেন ৪৫ রানের জুটি। ভিঞ্চ ৩৬ করে ফেরার পর ৬৫ রানের জুটি গড়েন রুট আর ইয়ন মরগ্যান মিলে। রুট করেন ৪২ বলে ৪৭ রান।

শেষদিকে জো ডেনলি আর ইয়ন মরগ্যান মিলে ম্যাচটা নিজেদের করে নেন সহজেই।

মরগ্যান খেলেন ২৯ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস। ডেনলির ব্যাটে আসে ২০ রান। এতে ৪ বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় স্বাগতিক ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে ১টি করে উইকেট নেন ইমাদ ওয়াসিম, শাহেন শাহ আফ্রিদি ও হাসান আলী।

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন বোর্ড প্রধান পেল পাকিস্তান ক্রিকেট
X
Fresh