• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিরোপা উৎসবের পরই বার্সার পরাজয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০১৯, ০৯:৫০
গোলের পর উল্লাসিত সেল্টার খেলোয়াড়রা

লা লিগার শিরোপা ঘরে তোলায় সাইড বেঞ্চের সামর্থ্য যাচাইয়ে নেমেছিলেন আর্নেস্তো ভালভার্দে। কিন্তু সেল্টার মাঠে পরাজয়ের মধ্য সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি ভালভার্দে। অথচ এর আগের ম্যাচেই লেভান্তেকে হারিয়ে শিরোপা ঘরে তোলে বার্সেলোনা। আগামী সপ্তাহে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের সেমির দ্বিতীয় লেগের আগে ঝুঁকি নিতে চাইছিলেন না বার্সা কোচ।

তাই মেসি, সুয়ারেস, পিকেসহ নিয়মিত একাদশের আট জনকে বিশ্রাম দেয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন কোচ। সেই সঙ্গে আর্তুরো ভিদাল ও ফিলিপে কুতিনহোকেও বেঞ্চে রেখে খেলতে নামে বার্সেলোনা।

শনিবার অ্যাবানকা-বালাদিওসে আতিথেয়তা নেয় চলতি মৌসুমে লিগ শিরোপা জেতা বার্সেলোনা। লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম লেগে ৩-০ গোলে জয়ের পর এ ম্যাচে মেসিদের বিশ্রাম দেয়া হয়।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায়। হ্যামস্ট্রিংয়ের সমস্যা কাটিয়ে কদিন আগে ফেরা উসমান দেম্বেলে পঞ্চম মিনিটে আবারও পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। প্রথমার্ধে নখদন্তহীন বার্সার আক্রমণভাগ তেমন সুযোগই তৈরি করতে পারেনি। পুরো প্রথমার্ধে গোলে মাত্র একবার শট নিয়েছিল কাতালানরা। উল্টো সেল্টাকেই মনে হচ্ছিল ভয়ঙ্কর।