• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে কুস্তিতে তিন স্বর্ণ নিয়ে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৯, ১৮:২৩
ছবি- সংগৃহীত

কলকাতায় অনুষ্ঠিত ‘বাংলা-বাংলাদেশ কুস্তি প্রতিযোগিতা’য় তিনটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক অর্জন করেছে বাংলাদেশের কুস্তিগীররা।

ভারতের জাতীয় কুস্তি দলের প্রধান প্রশিক্ষক এবং ভারতের প্রথম আন্তর্জাতিক কুস্তি রেফারি সুধীর চন্দ্র শাহা’র জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে পশ্চিম বঙ্গের কুস্তি ফেডারেশন আয়োজন করে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতাটি।

তাদরে আমন্ত্রণে এ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ। কলকাতার পঞ্চনন ব্যায়ামাগার সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে ৮৬ কেজিতে কামরুজ্জামান, ৭০ কেজিতে মেহেদী হাসান এবং ৫৯ কেজিতে স্বর্ণপদক লাভ করেন আইরিন আক্তার নিপা।

৬২ কেজিতে রৌপ্য পান চিং শানু মারমা এবং ৬০ কেজিতে ব্রোঞ্জপদক পান জয়ন্ত রায়। দলের সঙ্গে কোচ হিসেবে ছিলেন মিজানুর রহমান এবং দলনেতা মেসবাহ উদ্দিন আজাদ।

আমন্ত্রণমূলক এ প্রতিযোগিতায় মোট সাত সদস্যের বাংলাদেশ দল অংশ গ্রহণ করেন।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh