• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোববার প্রস্তুতি ম্যাচে খেলবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৯, ১৭:১৯
ছবি- সংগৃহীত

দীর্ঘ দুই বছর পর আবারও আয়ারল্যান্ড সফরে বাংলাদেশ। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড মিলে অনুষ্ঠিত হয়েছিল ত্রিদেশীয় সিরিজ। ওই সিরিজে খেলেই চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ। এবারও ঘটছে তেমন কিছুই।

বিশ্বকাপকে সামনে রেখে আরেকটা ত্রিদেশীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ নিউজিল্যান্ড নয়, ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজকেই বিশ্বকাপের সেরা প্রস্তুতি হিসেবে ধরছে বাংলাদেশ ক্রিকেট।

আগামীকাল ৫ মে থেকে শুরু হবে সিরিজটি। প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

একই দিনে বাংলাদেশ খেলতে নামবে প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। ম্যাচটি হবে ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে। শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে।

দেশের ৩৫ ডিগ্রী তাপমাত্রায় অনুশীলন শেষে আয়ারল্যান্ড গিয়ে মানিয়ে নিতে হচ্ছে ৬ ডিগ্রী তাপমাত্রার হাড় কাঁপানো ঠাণ্ডার সঙ্গে। তাই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপারটাও থাকছে এই প্রস্তুতি ম্যাচকে ঘিরে।

আয়ারল্যান্ড উলভস

হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।

বাংলাদেশ দল

মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, ইয়াসির আলী, ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ।

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh