• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর হেডের সেঞ্চুরিতে জুভেন্টাসের রক্ষা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ মে ২০১৯, ১১:৪৯

তুরিন ডার্বিতে প্রায় ২৪ বছর ঘরের মাঠে অপরাজিত জুভেন্টাস। পাশাপাশি সিরি’আর চলতি মৌসুমেও অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে একটি ম্যাচেও হার মানেনি সাদা-কালো শিবির। যদিও তুরিনো রেকর্ড দুটি প্রায় ভেঙেই দিয়েছিল। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে রক্ষা পেয়েছে মাস্সিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

শুক্রবার রাতে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় তুরিনো। জুভেন্টাসের ডিফেন্ডার মিরালেম পিয়ানিচকে বোকা বানিয়ে সার্ভিয়ার তরুণ মিডফিল্ডার সাসা লুকিচ গোলটি আদায় করে নেন।

২০ মিনিটের মাথায় রোনালদো বাড়ানো বল পেয়ে কাজে লাগাতে পারেন ব্লেইজ মাতুইদি। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকেই শেষ করে সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আক্রমণ শানতে থাকে ওল্ড লেডিরা। যদিও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। লিওনার্দো স্পিনাস্সোলার ক্রসে হেডের মাধ্যমে প্রতিপক্ষের জালে বল জড়ান রোনালদো। এতে ১-১ গোলে সমতা নিয়েই শেষ হয় ম্যাচটি।

এই গোলে ক্যারিয়ারে হেডের মাধ্যমে শততম গোলটি তুলে নেন পর্তুগিজ মহারাজ। চলতি লিগে মোট ২১টি গোল তুলে নিলেন সিআর সেভেন।

ইতালিয়ান লিগের চলতি মৌসুমে আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে জুভেন্টাস। ৩৫ ম্যাচে খেলে জুভিরা জয় পেয়েছে ২৮টিতে। রয়েছে পাঁচটি ড্র। সিরি’আ চ্যাম্পিয়নদের মোট পয়েন্ট ৮৯।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh