• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এমসিসির নন ব্রিটিশ প্রেসিডেন্ট সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মে ২০১৯, ১০:৩৫
ছবি- সংগৃহীত

শতাব্দীর পুরনো প্রথা ভেঙে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। সংস্থাটির ইতিহাসে নন ব্রিটিশ প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে একজন এশিয়ানকে। যিনি আগামী ১ অক্টোবর থেকে ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এমসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। পরবর্তী গ্রীষ্মে লর্ডসে ইংল্যান্ডের দুটি টেস্টের সঙ্গে চালু হবে ‘দ্য হান্ড্রেড’।

এমসিসির নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হলেন শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার সাবেক অধিনায়ক কুমারা সাঙ্গাকারা।

বুধবার লর্ডসে এমসিসির বার্ষিক সাধারণ সভায় প্রেসিডেন্ট পদে সাঙ্গাকারার নাম প্রস্তাব করেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট অ্যান্থনি রেফোর্ড। উপস্থিত সদস্যরা তাতে সমর্থন জানালে লঙ্কান ক্রিকেট দলের সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়।

এমসিসির সঙ্গে অবশ্য সাঙ্গার সম্পর্ক বেশ পুরনোই। ২০১২ সালে এমসিসির আজীবন সদস্যপদ পান। একইবছর থেকে তিনি এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য নির্বাচিত হন। ২০১১ সালে এমসিসি স্পিরিট অফ ক্রিকেট কাউড্রি লেকচার দিয়েছিলেন তিনি, যা সমাদৃত হয়েছিল অনেক।