• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

মেসির জোড়া গোল, সেমিতে লিভারপুলের বিপক্ষে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মে ২০১৯, ০৩:০০
গোল দেয়ার পর লিওনেল মেসি। ছবি সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। অধিনায়ক লিওনেল মেসি করেছেন দুটি গোল। বাকি গোলটি আদায় করেছেন লুইস সুয়ারেজ।

বুধবার ইউরোপ সেরার লড়াইয়ে সেমির প্রথম লেগে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নেমে ২৬ মিনিটের মাথায় গোল পান সুয়ারেজ। জরদি আলভার বাড়ানো বলটি পেয়ে কাজে লাগান উরুগুয়ের এই তারকা।

প্রথমার্ধে বার্সা তুলনামূলক দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণ চালাতে থাকে লিভারপুল। যদিও কোনো সফলতা মিলছিল না ইংলিশ দলটির।

৭৫ মিনিটের মাথায় পাল্টা আক্রমণ চালায় কাতালানরা। অলরেডদের রক্ষণভাগকে বোকা বানিয়ে সুয়ারেজের কাছে বল দেন মেসি। সুয়ারেজ শট নিলেও গোল পোস্টে লেগে সেটি ফেরত আসে। তবে মেসি সুযোগ বুঝে কাজে লাগিয়ে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি আদায় করে নেন।

এর পরই ম্যাচের দখল পুরোটাই স্প্যানিশ জায়ান্টদের কাছে চলে আসে। আক্রমণ শানতে থাকে স্বাগতিকরা।

৮৫তম মিনিটে লিভারপুলের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্যাবিনহো মেসিকে ফেলে দেন। ফ্রি-কিক পায় বার্সা। সুয়ারেজ এর প্রতিবাদ করতে গেলে ফ্যাবিনহো ও সুয়ারেজ দুইজনকেই হলুদ কার্ড দেখতে হয়। ফ্রি-কিক নেন মেসি। ব্রাজিলিয়ান গোল রক্ষক এলিসন বেকার চেষ্টা করেও আর্জেন্টাইন মহাতারকাকে রুখতে পারেনি। ৩-০তে এগিয়ে যায় ব্লাউগ্রানারা।

ম্যাচের অতিরিক্ত সময়ে এসে পর পর দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা ফরোয়ার্ড উসমানে দেম্বেলে।

শেষ পর্যন্ত শেষ চারের লড়াইয়ে জয় নিয়েই প্রথম লেগে এগিয়ে গেল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

আগামী ৮ মে বুধবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে গিয়ে সালাহ-মানেদের বিপক্ষে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে লিওনেল মেসি নেতৃত্বাধীন দলটি।

এর আগে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমির প্রথম লেগে টটেনহ্যামের বিপক্ষে ১-০ গোলে জয় নিয়ে এগিয়ে গেছে আয়াক্স।

ওয়াই/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিতেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় লিভারপুলের
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
X
Fresh