• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টে জাহানারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০১৯, ২০:২৫
ছবি- সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য এটাই প্রথম। এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন আব্দুর রাজ্জাক, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান এবার একাই প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের হয়ে। এই তালিকায় যোগ হলেন বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলম।

ভারতের উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলার সুযোগ পেয়েছেন জাহানারা। মেয়েদের ক্রিকেটে দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার তিনিই।

২০১৮ সালে শুরু হওয়া ভারতের উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টকে ভারতীয় ক্রিকেট বোর্ড চাচ্ছে আইপিএলের নারী সংস্করণে রূপ দিতে। বিসিসিআইয়ের এমন উদ্যোগে প্রথমবারের আসরে মাত্র দুটি দল নিয়ে শুরু হয় টুর্নামেন্ট।

তিনটি দল নিয়ে এবার বসবে দ্বিতীয় আসর। জাহানারা খেলবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজের নেতৃত্বে ভেলোসিটি দলে। আগামী ৬ মে থেকে ১১ মে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জয়পুরে।