logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০, ৭ ফাল্গুন ১৪২৬

মঙ্গোলিয়াকে উড়িয়ে লাওসের শুভ সূচনা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৫ এপ্রিল ২০১৯, ২০:০২ | আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২০:২৬
লাওস অনূর্ধ্ব-১৯ দল (ফাইল ছবি)
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গোলিয়াকে গোল বন্যায় ভাসিয়েছে লাওস। বুধবার মঙ্গোলিয়ানদের বিরুদ্ধে ৫-০ গোলে জয় পেয়েছে লাওসের মেয়েরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের দুই মিনিটের মাথায় গোল করেন লাওস অনূর্ধ্ব-১৯ দলের মিডফিল্ডার পি।

১৩ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল তুলে নেন অধিনায়ক আপহাতসালা চানথাভনঝে। 

ম্যাচের ৩১ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন পি।

বিরতির পর আবারও মঙ্গোলিয়ার ওপর চড়াও হতে থাকে লাওসের আক্রমণ ভাগ। মাঠে ফিরে ৫০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি দেন আপহাতসালা।

৮২তম মিনিটে ফ্রি কিক থেকে মঙ্গোলিয়ার জালে পঞ্চমবারের মতো বল জড়ান লাওসের ডিফেন্ডার সায়সামনে ইনথাফনে।

আগামী শনিবার একই ভেন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাওস।

ওয়াই/ এমকে 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • খেলা এর সর্বশেষ
  • খেলা এর পাঠক প্রিয়